বাংলা বিভাগ
হীরালাল ভকত কলেজ
নলহাটি, বীরভূম, পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রান্তিক প্রদেশে, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্ত এলাকার পাথর খাদান অধ্যুষিত এলাকায় ১৯৮৬ সালের ২০ অক্টোবর যে মহাবিদ্যালয়টির জন্ম হয় তার নাম হীরালাল ভকত কলেজ। জন্ম মুহুর্ত থেকেই এলাকার উচ্চশিক্ষার উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলা এই প্রতিষ্ঠানটি আজও স্বমহিমায় বিরাজিত। চারাগাছ আজ মহীরূহে পরিণত হয়ে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের ন্যাক এর দ্বারা মডেল কলেজ নির্বাচিত হয়েছে। সেই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন জগন্নাথ রায়চৌধুরী। তাঁর প্রচেষ্টায় ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে কলাবিভাগের সূচনা। প্রথম দিকে কলেজে শুধুমাত্র পাস কোর্স গুলিই চালু ছিল। পরে ছাত্রদের দাবিতে বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিষয়ে সাম্মানিক কোর্স চালু করার অনুমোদন দেয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। ২০০০-২০০১ শিক্ষাবর্ষ থেকে সাম্মানিক কোর্স গুলি শুরু হয়। বাংলা বিভাগের প্রথম অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন ড. চৈতন্য বিশ্বাস। কলেজের জন্মলগ্ন থেকেই তিনি অধ্যাপনা কার্যে রত আছেন। তারপরে অধ্যাপক হিসেবে যোগ দেন যথাক্রমে মণিশঙ্কর অধিকারী, পিঙ্কি দাস মুখোপাধ্যায় প্রমুখ। বর্তমানে বিশ্বনাথ পাহাড়ি এবং অর্পিতা ব্যানার্জী অধ্যাপক হিসেবে বিভাগে যোগদান করেছেন। এছাড়া স্যাক্ট হিসেবে যোগদান করেছেন গৌরী রানী হোড়, দেবাশীষ ঘোষ, দীপঙ্কর দে ।সাম্মানিক কোর্স ও পাস কোর্স মিলিয়ে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই বিভাগের সম্পদ।
বাংলা ভাষা চর্চা, বাংলা সাহিত্য চর্চা, রবীন্দ্রচর্চা ইত্যাদি চর্চার মধ্য দিয়ে এগিয়ে চলে বিভাগের পড়াশোনা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সংস্কৃতি চর্চায় উৎসাহ দেওয়া হয়। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে বিভাগের ছাত্রছাত্রীদের যোগদান রীতিমতো উৎসাহব্যঞ্জক। এছাড়া বিভাগ থেকে নিয়মিত ভাবে দেওয়াল পত্রিকা প্রকাশিত হয় যা বিভাগের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের লেখায় সমৃদ্ধ থাকে।
বিভাগের ছাত্রছাত্রীরা ভবিষ্যত জীবনে সাফল্য লাভ করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষক শিক্ষিকা হিসেবে কর্মরত। অনেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।
বিভাগের লক্ষ্য ভবিষ্যতে বাংলা ভাষা সম্পর্কে আরও আলোচনার বিস্তার ঘটানো, স্থানীয় অঞ্চলের ভাষা সম্পর্কে ক্ষেত্রসমীক্ষা, ভাষার গবেষণাগার গড়ে তোলা, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্ভারগুলির সাহায্যে বিভাগীয় গ্রন্থাগারকে সমৃদ্ধ করে তোলা।